শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

‘আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে’ 

রাঙ্গামাটি প্রতিনিধি

‘আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে’ 

রাঙ্গামাটি জেলা আ.লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। সেই স্মার্ট  বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান। 

শনিবার (৯ মার্চ) জেলা আ.লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি শাখা আয়োজিত  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ.লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী একথা বলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা সভাপতি মনসুর আহম্মেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সহ সভাপতি মো. রফিকুল মাওলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, জেলা আ.লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার (৯ মার্চ) শিশু কিশোরদের নিয়ে চারটি বিভাগে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য  ও আবৃত্তি প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। আগামী ১৭ই মার্চ আ.লীগ কার্যালয় কনফারেন্স হলে পুরস্কার বিতরণ করা হবে।

টিএইচ